১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ভূমি অফিসের কোটি টাকা ‘আত্মসাৎ’, সেই পিয়ন আটক

স্টাফ রিপোর্টার: কোটি টাকা লোপাটের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাবরেজিস্ট্রার অফিসের পিয়ন ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
ইয়াছিন জেলার বাঞ্ছারামপুর উপজেলার আতুয়াকান্দি এলাকার হাজী মোহন মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, আটক ইয়াসিন ২০০৬ সালে সদর উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে পিয়ন পদে চাকরি পান। এরপর নানা সময়ে তাকে আশুগঞ্জ ও নাসিরনগর উপজেলায় বদলি করা হলেও ঘুরে ফিরে তিনি সদর উপজেলাতেই থিতু হন। প্রায় সময়ই তাকে অফিসের নকল, তল্লাশি ও রেজিস্ট্রেশন ফিসহ চালানের টাকা ব্যাংকে জমা দিতে পাঠানো হতো। কিন্তু তিনি ব্যাংকের ভুয়া চালান তৈরি করে ওই টাকা আত্মসাৎ করেন।
সম্প্রতি সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ে অডিট হওয়ার পর ইয়াসিনের কোটি টাকা লোপাটের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই গা ঢাকা দেন তিনি। পরে এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
খোঁজ নিয়ে আরও জানা যায়, ইয়াছিনের তিনটি ফ্ল্যাট-বাড়িসহ নামে-বেনামে আরও অনেক সম্পত্তি রয়েছে। সাবরেজিস্ট্রার অফিসের এই পিয়ন বিয়েও করেছেন তিনটি। সংসারও করেন তিন স্ত্রীর সঙ্গেই।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘তার অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় শুক্রবার ভোররাতে ইয়াছিনকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ