২৩শে মে, ২০২৫ ইং, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আ.লীগ সভাপতির পদ ছাড়া যেকোনো পদে পরিবর্তন : ওবায়দুল কাদের

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: আগামীতে আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতির পদ ছাড়া যেকোনো পদে পরিবর্তন হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের দপ্তর উপকমিটির সভায় একথা বলেন তিনি। আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামীতে আওয়ামী লীগের কাউন্সিলে একটি পদে কোনো পরিবর্তন হবে না। আর সে পদটি হলো সভাপতির পদ। এ পদে শেখ হাসিনাই থাকবেন। অন্য যেকোনো পদে পরিবর্তন হতে পারে। সেটা নির্ভর করবে দলীয় সভাপতির ওপর।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ছাড়া আমরা দলের জন্য অপরিহার্য নই।’
গতকাল খালেদা জিয়ার জামিন শুনানি নিয়ে আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘আদালত কক্ষে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন বিএনপির আইনজীবীরা। ’
ওবায়দুল কাদের বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ‘এর পেছনে বিএনপির হাত রয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে এসব বিষয়।’

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ