২২শে মে, ২০২৫ ইং, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী নগরীতে গরুর মালিককে হত্যা গরু ও দুইটি বাছুর লুট

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি: রাজশাহী নগরীর দাশপকুর এলাকায় আব্দুল মজিদ (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করে দুইটি গরু ও দুইটি বাছুর লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার দিবাগত রাতে কোন এক সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতর আব্দুল মজিদ এলাকার আব্দুল আজিজের ছেলে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, দাশপুকুর বাইপাসে খাস জমিতে দু’টি গরু এবং দু’টি বাছুর পালন করতেন আব্দুল মজিদ। পাশে একটি চৌকিতে তিনি ও তার স্ত্রী ঝর্না বেগম থাকতেন। তার স্ত্রী গতরাতে তার সাথে ছিলেন না। রাত ১২টার পর যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুটি গরু ও দুটি বাছুর নিয়ে গেছে।
বর্তমানে এ ব্যাপারে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ