সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও অভিশংসন তদন্তে বাধা দেওয়ার অভিযোগের প্রমাণ প্রবল বলে মঙ্গলবার দেশটির ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটির প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর ফলে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের চূড়ান্ত অভিযোগ আনার ক্ষেত্রে আনুষ্ঠানিক পদক্ষেপের ভিত্তি তৈরি হলো। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ওই ফোনালাপ ফাঁস হলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠে। ফাঁস হওয়া ফোনালাপে দেখা যায়, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিয়েছিলেন ট্রাম্প। ওই ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একজন সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর ট্রাম্পের অভিশংসনের দাবি সামনে আসে। তাকে প্রেসিডেন্সি থেকে সরাতে তদন্ত শুরু করে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। তবে এই তদন্তকে ন্যক্কারজনক হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। তার দাবি, তাকে অভিশংসনের ক্ষমতাবিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেই।
তবে এমন দাবির মধ্যেই নিজের অভিশংসন তদন্তের শুনানিতে ডাক পড়ে তার। গত রোববার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প কিংবা তার কোনো আইনজীবী শুনানিতে অংশ নেবেন না। অভিশংসন প্রক্রিয়ায় ‘ন্যায়পরায়ণতার’ ঘাটতি রয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও হোয়াইট হাউস সফরকে ইউক্রেনের নেতার ওপর একটি তদন্ত শুরু করার জন্য চাপ প্রয়োগের ব্যবহার করেছেন ট্রাম্প, যা থেকে তিনি রাজনৈতিক সুবিধা পেতেন।
এতে বলা হয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থকে যুক্তরাষ্ট্রের স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচনী ব্যবস্থার বিশুদ্ধতার ক্ষতি করতে চেয়েছেন এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। সেপ্টেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন শুনানি শুরু করা ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কমিটির অভিযোগ, তদন্তে অস্বাভাবিক অসহযোগিতা করেছেন প্রেসিডেন্ট। শীর্ষ উপদেষ্টাদের শুনানিতে হাজির হতে না দেওয়া এবং সংশ্লিষ্ট দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।