১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

একাদশ নির্বাচন সামনে রেখে রাজশাহীতে কিউআরটি – মাদারল‍্যান্ড নিউজ

মো: জাহিদ হাসান::সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করেছে রাজশাহী নগর পুলিশ। নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দাঙ্গা দমনসহ যেকোনো দ্রুত ব্যবস্থা নেবে বিশেষ এই দলটি।

মুলত ১২ সদস্যের এই দলে রয়েছেন ২ জন এসআই, ১ জন সার্জেন্ট, ৩ জন এএসআই ও ৬ জন কনস্টেবল। গত বৃহস্পতিবার বিকেলে দলটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার একেএম হাফিক আক্তার।

তথ্য জানায় এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী সোয়াটের আদলে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) গঠন করে আরএমপি। এ দলগুলো জঙ্গি দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে বিশেষ পারদর্শী । দলগুলোকে দেশে এবং বিদেশে সিআরটি ও কিউআরটি সদস্যদের উচ্চতর প্রশিক্ষণ দেয়া হয়েছে।

আরএমপি কমিশনার একেএম হাফিক আক্তার বলেন, পুলিশি সেবাকে জনগণের দ্বোরগড়ায় পৌঁছে দিতে নগর পুলিশ বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিউআরটি নগর এলাকায় কাজ করবে পাশাপাশি নগরীর নিরাপত্তায় সবার সহায়তা চান আরএমপি কমিশনার।

প্রকাশিত: মাদারল‍্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ