১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

দেশ নারী শিক্ষায় এগিয়ে যাচ্ছে: স্পিকার

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সব ক্ষেত্রে বিশেষ করে নারী শিক্ষায় অনেক এগিয়ে যাচ্ছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করলে উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।
গতকাল সোমবার রংপুরের পীরগঞ্জের ভেণ্ডাবাড়ী মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ নুরুন্নবী মিয়া রাজু।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ