১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

শেখ হাসিনা মেডিকেল কলেজের দুর্নীতি তদন্তে মন্ত্রণালয়ের কমিটি

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের ১৫ কোটি টাকার মালামাল ক্রয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। নব প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজের মালামাল ক্রয়ে অনিয়ম ও পুকুর চুরির তথ্য উপাত্ত সংবলিত রিপোর্ট প্রকাশ করে মানবজমিন। এতে আলোড়ন সৃষ্টি হয় দেশজুড়ে। দাবি উঠে সরকার প্রধানের নামে প্রতিষ্ঠিত এই কলেজের দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ