সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহরাস্তিতে দুই শিক্ষককে মাদকসহ গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। রোববার সন্ধ্যায় উপজেলার সুচীপাড়া উত্তর ইউপির চাঁদপুর গ্রামের কাউছার স্টোরের সামনে অভিযুক্তদের আটকের এ ঘটনা ঘটে। সোমবার তাদের চাঁদপুর জেলহাজতে প্রেরণ করে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ওই এলাকার সূচীপাড়া মজুমদার বাড়ির নেপাল মজুমদারের পুত্র ও ফেরুয়া সপ্রাবির সহকারী শিক্ষক উৎপল চন্দ্র মজুমদার (৩৬) এবং নবাবপুর মমিন মেম্বার বাড়ির মনির হোসেনের পুত্র শাহাদাত হোসেন (২৮) দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।
ওইদিন স্থানীয় জনতা সপ্রাবির শিক্ষক শাহাদাত ও উৎপলকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে ধরে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে।
এ সময় আটককৃতদের সঙ্গে থাকা কিছু ইয়াবা ট্যাবলেট পানিতে ছুঁড়ে ফেলে। পরে জনতা তাদের শরীর তল্লাশি চালিয়ে ৯ পিচ ইয়াবা ট্যাবলেট পায়।
এ সংবাদ পেয়ে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শোয়েব আখন্দ ও সঙ্গীয় ফোর্স আটককৃত দুই ব্যক্তিকে মাদকসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, আটককৃত সহকারি শিক্ষক উৎপল ও শাহাদাতকে কিছুদিন পূর্বেও সুচীপাড়া বাজার এলাকা থেকে মাদকসহ পুলিশ আটক করেছিলো। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করা হয়।।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।