১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি : “রাসেল হত্যার প্রধান আসামি কুলি বাবুকে অর্থ সহায়তার অভিযোগ রেলওয়ে কর্মচারীর বিরুদ্ধে” শিরোনামে দৈনিক রাজশাহীর আলো পত্রিকায় গত ২৫-১১-২০১৯ তারিখে শেষের পাতায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম ভবনের বাজেট শাখা’র উচ্চমান সহকারি মোঃ সোহেল রানা।
তিনি বলেন, আমার ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষে আমার বিরুদ্ধে কোন একটি কুচক্রিমহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে সাংবাদিকদের মিথ্যা তথ্য সরববরাহ করেছে। যাহা মানহানিকর ও সত্য নহে।
প্রকৃত ঘটনা হলো: যুবলীগ কর্মী রাসেল হত্যার প্রধান আসামি কুলি বাবু আমার কোন ঘনিষ্টজন নয়। আমি তাদের কোন অর্থ দিয়ে সহযোগীতাও করিনা। তারা রেলওয়েতে ঠিকাদারী করে। সেই সুবাদে রেল ভবনে তাদের যাতায়াত ছিল। আমি রেল ভবনের একজন নিয়মিত চাকুরীজিবী। তাদের অফিসে যাতায়াতের সুবাদে তাদের সাথে চা পান করা ছাড়া আর অন্য কোন ঘনিষ্টতা আমার সাথে নেই। যাহা রেল ভবনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অবগত আছেন।
অতত্রব, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহিন ও বানোয়াট। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদকঃ
মোঃ সোহেল রানা

উচ্চমান সহকারি,অতিঃ জিএম (পশ্চিম) দপ্তর

বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ