১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী জেলা জামায়াতের আমির জিন্নাত আলী আটক

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি: রাজশাহী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জিন্নাত আলীকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাঘা থানার পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। আটককৃত জিন্নাত আলী বাঘা থানাধীন আমোদপুর গ্রামের আহাদ আলীর ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। একই অভিযানে একই গ্রামের শাহাদুল ইসলাম নামে উপজেলা জামায়াতের এক নেতাকেও আটক করা হয়েছে। শাহাদুলের বাবার নাম হারান আলী।
শনিবার দুপুরে ওসি নজরুল ইসলাম বলেন, অভিযান এখনো চলছে। কী অভিযোগে অভিযান চালানো হচ্ছে তা পরে জেলার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জানানো হবে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ