২২শে মে, ২০২৫ ইং, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাবির সমাবর্তনে মঞ্চ মাতাবে খুরর্শীদ আলম ও লুইপা

জামি রহমান ও লিটন মহিউদ্দিন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাদশ সমাবর্তনের মূল অনুষ্ঠানের পর দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবে প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশীদ আলম ও জিনিয়া জাফরিন লুইপা। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিৎ করেছেন রাবি উপাচার্য এম আব্দুস সোবহান।
তিনি বলেন, প্রতি বছরেরমত এবারও সমাবর্তনের মূল অনুষ্ঠানের পর থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা। এখানে থাকছে পুরান যুগের প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশীদ আলম ও জিনিয়া জাফরিন লুইপা। এবং আধুনিক যুগের আলোচিত শিল্পী লুইপা। সমাবর্তন শেষে দর্শকদের জন্য উন্মক্ত থাকবে এই অনুষ্ঠান। সেখানে সমাবর্তনে অংশগ্রহনকারীসহ রাবির সকল শিক্ষার্থীরা উপভোগ করবে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ