১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী নগরীতে বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক ২

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি রাজশাহী নগরীতে বিপুল সংখ্যক ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শান্ত শেখ ও মিজানুর রহমান।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সিটি হাট বাইপাস এলাকায় মোটর সাইকেলে নিয়ে যাচ্ছিলেন শান্ত শেখ ও মিজানুর রহমান। সন্দেহজনক তাদের মোটর সাইকেল থামিয়ে দেহ তল্লাশী করলে তাদের কাছে ১১৭ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করে শাহমখদুম থানায় নিয়ে যাওয়া হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ