১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

সকাল বেলায় পোশাক শ্রমিকের প্রাণ নিল লরি

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় লরিচাপায় আকাশ (১৮) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রবিবার (২৪ নভেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়েকর আশুলিয়ার জিরানী মাজার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকার সেলিম মোল্লাহর ছেলে। তিনি আশুলিয়ার জিরানীতে থেকে বেঙ্গল নামের একটি পোশাক করাখানায় কাজ করতেন।
আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানীর মাজার রোড এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন আকাশ। এ সময় নবীনগরগামী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কোনো অভিযোগ না থানায় আকাশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লরিটি খুঁজে বের করার চেষ্টাও চলছে বলে জানান ওসি।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ