২১শে মে, ২০২৫ ইং, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে নেতাদের কথাও মানছেন না চালকরা

জামি রহমান,নিজস্ব প্রতিনিধি: নতুন আইন বাতিলের দাবিতে বুধবার সকাল থেকেই রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। তবে সকাল ১০ টার দিকে নির্বিঘ্নে বাস চলাচল করতে পুনরায় নির্দেশনা দেয় তারা। মাইকিং করে জানিয়ে দেয়া হয় সকল বাস কাউন্টার ও শ্রমিকদের।
কিন্তু এ নির্দেশনা মানতে নারাজ বাস চালকরা। যার ফলে বেলা ১১ টা পর্যন্ত কোন বাস রাজশাহী থেকে কোন রুটে ছেড়ে যায়নি। নির্দেশনা মতে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হবে বলে জানান বাস মালিক শ্রমিক ইউনিয়নের নেতারা।
এদিকে নিজ গন্তব্যে যেতে রাজশাহীর বিভিন্ন টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। নির্দেশনা দেয়ার পর টিকিট কাউন্টারগুলোতে টিকিটের জন্য ছুটে আসেন যাত্রীরা। বাস না চলাচল করায় বিভিন্ন কাউন্টারগুলোতে যাত্রীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।
বাস চালকদের সাথে কথা বলে জানা যায়, চালকদের উপর এমন কঠোর নিয়মের কারণে রাস্তায় বের হতে ভীত হচ্ছেন তারা। যার কারণে নতুন সড়ক আইন বাতিল না করা পর্যন্ত রাস্তায় নামবেন না বলে জানান। এদিকে বাস মালিক সমিতির নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়।
এর আগে গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত হঠাৎ করে বাস বন্ধ করে দেয় মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এরপর গতকাল মঙ্গলবার বাস চলাচল করলেও আজ বুধবার একই দাবিতে হঠাৎ করে বাস বন্ধ করে দেয়া হয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ