১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে ধর্মঘট ছেড়ে সড়কে বাস নামিয়েছে শ্রমিকরা, চলাচল শুরু

জামি রহমান,নিজস্ব প্রতিনিধি : নতুন সড়ক পরিবহণ আইন প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে একদিন বাস বন্ধ রাখার পর আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে আবারও রাস্তায় গাড়ি নামিয়েছে শ্রমিকরা। এদিন সকাল থেকে রাজশাহী নগরীর টার্মিনালগুলো থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে এখনও কিছু কিছু পরিবহণ তাদের বাস বন্ধ রেখেছেন।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা গতকালের (সোমবার) ধর্মঘটেও সমর্থন করিনি। শ্রমিকদের বলা হয়েছে কাগজপত্র কাছে রেখে গাড়ি চালাতে। আজ (মঙ্গলবার) তারা রাস্তায় বাস নামিয়েছে, সব রুটে বাস চলছে। তবে যাদের কাগজপত্র ও গাড়ির ফিটনেস ঠিক নেই, তারা জরিমানার ভয়ে রাস্তায় গাড়ি নামায় নি। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।’
মঙ্গলবার সকালে নগরীর শিরোইল বাস টার্মিনালে সরেজমিন গিয়ে দেখা যায়, রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে বাস যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। যথাসময়ে ঢাকাসহ সব রুটে বাস চলাচল করছে। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় ভোগান্তি কমায় খুশি যাত্রীরা। তবে চালক ও শ্রমিকদের মাঝে নতুন আইন অনুযায়ী জরিমানা ভীতি বিরাজ করছে।
রাজশাহী থেকে সাতক্ষীরাগামী জনি পরিবহনের চালক সিরাজুল ইসলাম বলেন, ‘আমার নিজের কাগজপত্র সব ঠিক আছে, গাড়ি চালাতে আমার কোনো সমস্যা নেই। কালও (সোমবার) আমি গাড়ি চালিয়েছি। তবে দুপুরে রাজশাহী এসে গাড়ি আর ছাড়তে দেয় নি। আমার মনে হয়- যাদের কাগজ নেই, দ্রুত করে নেয়া উচিত। কারণ আইন যেহেতু পাশ হয়ে গেছে, এখন মানতেই হবে।’
তবে রাজশাহী থেকে নওগাঁগামী আকিব পরিবহণের চালক হামিদুল বলেন, ‘আইনটা বড্ড কড়া হয়ে গেছে। চালকরাও তো মানুষ, ভুল-ত্রুটি হতে পারে। আর দুর্ঘটনা তো দুর্ঘটনায়। কোনো চালক ইচ্ছে করে দুর্ঘটনা ঘটায় না। তাই চালকদের বিষয়টি বিবেচনা করে আইনটা আরেকটু শিথিল করলে ভালো হয়। আমরা আশা করছি- শ্রমিক নেতারা সরকারের মন্ত্রীদের সঙ্গে বসে একটা সমাধান করবেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ