১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীর অন্তঃনগর সব রুটের গাড়ি চলাচল বন্ধ

জামি রহমান,নিজস্ব প্রতিনিধি: নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে খুলনা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পরিবহন শ্রমিক নেতারা বলছেন, দুর্ঘটনার মামলা জামিনযোগ্যসহ সড়ক আইনের কয়েকটি ধারা সংশোধন চান চালকরা। তাদের দাবি, আইন সংশোধনের পরই এটি কার্যকর করা হোক। এটা না করা পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।
রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। নতুন সড়ক আইন বাস্তবায়নের প্রতিবাদে আজ সোমবার সকাল থেকেই রাজশাহীর সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে করে চরম দূর্ভোগে পড়েন বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীরা।
সকাল থেকেই রাজশাহী থেকে অন্তঃনগর বাস ছেড়ে যায়নি। এর ফলে অনেকেই বাস টার্মিনালে এসে ফিরে গেছে। কেউ কেউ বিকল্প হিসেবে ট্রেনে রাজশাহী ত্যাগ করেছেন। হঠাৎ পরিবহন শ্রমকিদের এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
ঢাকার উদ্দেশ্যে রাজশাহী বাস টার্মিনালে আসা যাত্রী মো. সজিব বলেন, এমন কর্মসূচি পালন করলে আগে থেকে জানিয়ে দেওয়া উচিত। তাহলে মানুষ এমন দুর্ভোগে পড়বে না। হঠাৎ বাস বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন তারা।
রাজশাহীর একটি বেসরকারি কলজের শিক্ষক বলেন, সরকার আইন করেছে। সেটা আইন নিয়ে বাস শ্রমিকদের সমস্যা থাকলে তারা নেতা বা মন্ত্রীদের নিয়ে আলোচনায় বসে সমাধান করতে হবে। হুট করে বাস বন্ধ, সড়ক বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি করা মোটেও ঠিক নয়। কারণ অনেক মানুষের বিভিন্ন সমস্যা হয়।
রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, শ্রমিকরা গাড়ি চালাচ্ছে না। নোকাল রুটের সব বাস বন্ধ রয়েছে। তবে ঢাকার বাস গুলো চলছে। এনিয়ে স্থানীয় প্রশাসনেরর সঙ্গে কথা হচ্ছে। অল্প সময়ের মধ্যে সমাধারণ হয়ে যেতে পরে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ