সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। যেখানে দেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষক, সেখানে কেন বিদেশ থেকে পেঁয়াজ আনতে হবে। কৃষিনির্ভরতা কম থাকায় আমাদের বাইরের দেশ থেকে কৃষিপণ্য আমদানি করতে হয়। এখন বিদেশ থেকে পেঁয়াজ আনতে হচ্ছে। সঠিকভাবে দেশে পেঁয়াজ উৎপাদন করলে এমন সংকট দেখা দিত না। দামও বাড়ত না। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পেঁয়াজ থাকত।’
মন্ত্রী রবিবার সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে রবি’ ১৯/২০ মৌসুমে ৯৫৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘কৃষি প্রধান একটি দেশে বাইরে থেকে কৃষিপণ্য আমদানি করা লজ্জার বিষয়। আগে আমাদের অঞ্চলে বাজার থেকে শুধু কেরোসিন ও লবন কিনতে হত। পেঁয়াজসহ অন্যান্য কৃষিপণ্য নিজ থেকে উৎপাদন করা হত। এখন সেই দিনগুলো নেই। মানুষের মাঝে কৃষি নির্ভরতা কমে গেছে। সরকার কৃষিতে ভর্তুকি দিচ্ছে। কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে। কৃষি নির্ভরতা বাড়াতে হবে। এক সময় অন্য দেশ থেকে আমাদের চাল কিনতে হত। এখন দেশে বেশি পরিমাণে চাল উৎপাদন হচ্ছে। ফলে আমাদের চাহিদা মিটিয়ে তা বিদেশে রপ্তান্তি সম্ভব হচ্ছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। কৃষি কর্মকর্তা দেবল সরকারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, এপিপি গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।