২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আ’লীগ নেতা রাজার অবস্থা আশঙ্কাজনক হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর, রাসেল হত্যায় গ্রেফতার -১

জামি রহমান,নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে যুবলীগ নেতা সানোয়ার হোসেন রাসেল হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে উজ্জল আলী নয়ন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি নগরীর শিরোইল স্টেশনপাড়া এলাকায় কালু শেখের ছেলে। এ নিয়ে রাসেল হত্যার সাথে জড়িত ৮জনকে গ্রেফতার করলো পুলিশ।
এর আগে গত বুধবার দুপুরে রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ককরার লক্ষ্যে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রাজার ওপর হামলা করে প্রতিপক্ষরা। তাকে বাঁচাতে গেলে ছুরিকাঘাতে গুরুতর জখম হন রাসেল। পরে তাকে রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালের সেখানে ওটিতে তার মৃত্যু হয়। ওই হামলায় আনোয়ার হোসেন রাজাসহ আরো অন্তত পাঁচজন আহত হন।
বর্তমানে রাজার অবস্থা আশঙ্কাজনক।
তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রপচারের পর রাখা হয়েছিল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
আজ শুক্রবার সকালে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
রাজা রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর হামলায় নিহত তার আপন ভাই রাসেল মহানগর যুবলীগের সদস্য।
রাসেল হত্যার ঘটনায় তার আরেক ভাই মনোয়ার হোসেন রনি বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা করেন।
এরপর বুধবার রাতেই পুলিশ সাতজনকে গ্রেফতার করে। শুক্রবার সকালে সন্দেহভাজন আসামি হিসেবে নয়নকে গ্রেফতার করা হয়।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ