১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী নগরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: রাজশাহী নগরীতে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় নেতাদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় নগরীর কুমার পাড়া সংলগ্ন রাজশাহী মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মহানগর যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেণী।
রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় মহানগর যুবলীগ ও আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ