২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে ওয়ার্ড আ’ লীগ অফিসে ৯০০ টাকাসহ ৭ জুয়াড়ী আটক

জামি রহমান,নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে ওয়ার্ড আওয়ামী লীগের একটি কার্যালয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ এই অভিযান চালায়। রোববার সকালে আটক সাতজনকে আদালতে পাঠানো হয়।
আটকরা হলেন-ইউসুফ আলী (৫০), হাসান আলী (৩৫), হারান চন্দ্র দাস (৪২), মতিউর রহমান (৫৩), জামাল উদ্দিন (৪৮), আমজাদ হোসেন (৪০) ও রাজু হোসেন (৩৪)। এদের মধ্যে হারান হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক। আর মতিউর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বলেন, হড়গ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে জুয়ার আসর বসে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলতে আসা সাতজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এসময় জুয়া খেলার তাস ও নগদ নয়শ’ টাকা জব্দ করা হয়।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ