১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

নওগাঁর মান্দায় কোটি টাকা মূল্যের ২টি বিষ্ণ মূর্তি উদ্ধার! মাদারল্যান্ড নিউজ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় প্রায় ২ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের ২টি বিষ্ণ মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), উপজেলা প্রশাসন মান্দা এবং মান্দা থানা পুলিশের একটি যৌথ টিম।

মঙ্গলবার (০১লা অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় মান্দা উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের পশ্চিম কালীগ্রাম থেকে কষ্টিপাথরের মূর্তি ২ টি বিষ্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

মান্দা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এস.এম. হাবিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের কালিগ্রাম পশ্চিম পাড়ার মৃত আকবর আলীর ছেলে ময়েজ উদ্দিনের বাড়ি থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মূর্তিগুলো উদ্ধারের সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারের পর মূর্তিগুলো বিজিবির হেফাজতে আছে। এসময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন নওগাঁ ১৬ বিজিবির কর্মকর্তা আসহান হাবিব।#

প্রকাশিত : মাহবুব আলম জুয়েল

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ