১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোর পারিশো দূর্গাপুর গ্রামের রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশা দেখার যেন কেউ নেই। মাদারল্যান্ড নিউজ

সুজন, (তানোর রাজশাহী) : রাজশাহী তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পারিশো দূর্গাপুর ময়েজ মাষ্টারের বাড়ি থেকে মাহফুজের বাড়ি পর্যন্ত রাস্তাটি চলাচলের প্রধান রাস্তা। কাঁদা মাটিতে রাস্তার বেহাল দশা ফলে রাস্তা দিয়ে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন ১ থেকে ২ হাজার মানুষের চলাচলের করে।  একজন কলেজ ছাত্র প্রতিবেদককে জানাই, এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী ও শিক্ষক প্রতিদিন  চলাচল করে। বৃষ্টিতে এই রাস্তাটি বেহাল দশায় পরিনত হয়েছে। দেখে মনে হচ্ছে এটা রাস্তা নয় বরং জমিতে পরিনত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এই এলাকার মানুষ জানায় যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করা দূর্বিসহ হয়ে পড়ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অতি শীঘ্রই রাস্তাটির সংস্কার করে এলাকা বাসির দূর্ভগ লাঘবে সহায়তা করেতে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকা বাসির আকুল আবেদন জানান।

প্রকাশিত : মাহবুব আলম জুয়েল ।

০১৭১১২৭০৪৩৩, ০১৫১১২৭০৪৩৩

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ