১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

প্রকাশিত সংবাদের প্রতিবাদ। মাদারল্যান্ড নিউজ

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী তানোরে মাদারীপুর আইডিয়াল কলেজ ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইসরাইলের বিরুদ্ধে গত ১১ আগস্ট অনলাইন গণমাধ্যমে  জালিয়াতির মাধ্যমে কলেজ এমপিওভুক্ত ও অর্থ আত্মসাৎ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাদারীপুর আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ। কলেজ অধ্যক্ষ ইসরাফিল আলম চৌধূরী লিখিত বক্তব্য বলেন, প্রকাশিত সংবাদে মাদারীপুর আইডিয়াল কলেজ সম্পর্কে যেসব তথ্য তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত। একটি বিশেষ মহল কলেজ কর্তৃপক্ষের কাছে থেকে অবৈধ সুবিধা না পেয়ে কলেজের ভাবমূর্তিক্ষুন্ন করতে বিভিন্ন কৌশলে কলেজের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে। তিনি বলেন, তার কলেজ অনেক আগেই এমপিওভুক্ত হয়েছে অর্থ আত্মসাৎ এর কোনো প্রশ্নই আসে না।
তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, এবং গণমাধ্যম কর্মীরা জাতির বিবেক তাই তাদের দায়িত্বশীলতার সঙ্গে খবর প্রকাশের অনুরোধ করেছেন। তিনি আরও বলেন একটি কুচক্র মহল মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রচারে লিপ্ত হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক বিষয়।

প্রকাশিত: মাহবুব জুয়েল
তথ্য ও চিত্র: বেনজির আহমেদ

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ