২১শে মে, ২০২৫ ইং, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

কলমা ইউপির উপ নির্বাচনের গনসংযোগ করলেন চেয়ারম্যান ময়না,,

সোহেল রানা, (রাজশাহী প্রতিনিধি):
রাজশাহীর তানোরে কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন নৌকা প্রতীক নিয়ে প্রতিদন্দিতা করেন। আসন্ন ২৫শে জুলাই এর নির্বাচন উপলক্ষে তার পক্ষে ২২ জুলাই  সোমবার উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার নেতৃত্বে দিনব্যাপী ইউপির বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচার-প্রচারণা করা হয়েছে। নৌকার গণসংযোগে সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়া যায় । কলমা ইউনিয়নের কুঁজিশহরে এক উঠান বৈঠকের সময় ময়না চেয়ারম্যান বলেন, নৌকা প্রতীক হচ্ছে আওয়ামীলীগ সরকারের প্রতীক আমি যখন ইউপি চেয়ারম্যান ছিলাম সে সময় যে উন্নয়ন হয়েছে সে উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা  মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
এ সময় কলমা ইউপি আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব মোঃ আতাউর রহমান, কাঁমারগা ইউপি আওয়ামীলীগ সভাপতি ফজলে রাব্বী ফরাদ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ বিপুল পরিমান নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই দিন বিকেলে দরগাডাঙ্গা বাজারে লিফলেট বিতরণ করেছেন নৌকার প্রার্থী মাইনুল ইসলাম স্বপন।
তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ