১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

মোহনপুরে মত বিনিময় সভায় নবাগত ডিসিকে বক্তাদের নানা অভিযাগ। মাদারল্যান্ড

মাদারল্যান্ড ডেস্ক : রাজশাহীর মোহনপুরে নবাগত (ডিসি) রাজশাহী জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভায় নানা অনিয়মের অভিযোগ করেন বক্তারা। মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম তার বক্তব্যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তার বক্তব্য শেষে জেলা প্রশাসক মো: হামিদুল হক সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি কেউ উপস্থিত আছেন কি না জানতে চাইলে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (দায়িত্বপ্রাপ্ত) জুনিয়র কনসালটেন্ট শিশু ডাক্তার ইসমাইল হোসেন খান বলেন, প্রতিনিধি হিসেবে মেডিকেল অফিসার ডাক্তার মর্জিনা খাতুনকে পাঠানো হয়েছিল। বসার জন্য আসন না থাকায় তিনি চলে আসেন।

বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম তার বক্তব্যে রাজশাহী-নওগাঁ মহাসড়কের চারলেন পাকা রাস্তা উন্নীতকরণ কাজ ধীরগতিতে হওয়ায় স্কুলগামী ছাত্র ছাত্রী ও পথচারীরা নানামুখি হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন । অপরদিকে মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস তার বক্তব্যে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে কৃষি ফসলী জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন চলছে। ওই সকল অবৈধ পুকুর খনন বন্ধের জন্য তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ রোববার মোহনপুর উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মো: হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ,মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ ,প্যানেল মেয়র রুস্তম আলী প্রামানিকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃৃৃৃন্দ, প্রসাশনের সকল স্তরের কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। নবাগত জেলা প্রশাসক(ডিসি) সকল সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ