২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

কোথায় হচ্ছে দীপিকা-রনভীরের বিয়ে?

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেশ ঘটা করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বিয়ের ঘোষণা দিলেন বলিউড তারকা জুটি রনভীর সিং ও দীপিকা পাডুকোন।

জানিয়েছেন, এ বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তারিখ হতে পারে ১৪ নভেম্বর।

শুরু থেকেই শোনা যাচ্ছিলো বিরাট আনুশকা জুটির মতো ইতালিতে হবে এই বিয়ের আনুষ্ঠিকতা। তবে এই তারকা জুটি সেই গুজব উড়িয়ে দিলেন। তারা জানালেন বিয়ের উৎসব আয়োজনের নানা কথা। মুম্বাইতেই নাকি হবে সকল আনুষ্ঠানিকতা।

পারিবারিক সকল সদস্যের পক্ষে ওই সময়ে ইতালিতে অংশগ্রহণ করা সম্ভব হবে না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা জুটি।

জানা গান গেছে সংগীত, হুলুদ এবং বিয়ের আনুষ্ঠানিকতার জন্য প্রাথমিকভাবে মুম্বাইয়ের ভাকোলার একটি পাঁচ তারকা হোটেলকে বিবেচনায় রাখা হয়েছে। সেখানে হাজির হবেন শাহরুখ খানসহ বলিউডের অনেক নামী তারকারাও।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ