১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

১১ দফা দাবিতে পাটকলের প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি: জাতীয় মঞ্জুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজশাহী পাটকলের শ্রমিকরা। আজ সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় পাটকলের প্রবেশমুখে প্রায় দুই ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করেন তারা।
শ্রমিকরা সেখানে সমাবেশও করেন এতে রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান সভাপতিত্ব করেন বক্তব্য দেন- রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম, মাসুদ রানা প্রমুখ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ