সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড নিউজ ডেস্ক: দেশের সেরা করদাতার তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তালিকায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সংগীত শিল্পী তাহসান রহমান, এসডি রুবেল, মমতাজ বেগম, নায়ক শাকিব খান, অভিনেতা ববিতাসহ ৭৪ জন ব্যক্তির নাম রয়েছে। এনবিআর বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৮-১৯ করবর্ষে দেশের সেরা কর দাতা হিসেবে তাদের মনোনীত করেছে।মঙ্গলবার (৫ নভেম্বর) এ ব্যাপারে সরকার গেজেট প্রকাশ করেছে। ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৪টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ক্ষেত্রে ১০টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। বিভিন্ন ক্যাটাগরিতে যারা সেরা করদাতা হয়েছেন তাদের তালিকা নিচে দেওয়া হলো:খেলোয়াড় ক্যাটাগরি গত বছরের মতো এবারও খেলোয়াড়দের মধ্যে সেরা করদাতা হয়েছেন সাকিব আল হাসান। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতার তালিকায় নাম রেখেছেন তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার। গতবারও এই তিন জনকেই সেরা করদাতার খেতাব দেওয়া হয়েছিল।
শিল্পী (গায়ক/গায়িকা) ক্যাটাগরি
এই ক্যাটাগরিতে সেরা করদাতার তালিকায় উঠে এসেছেন জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান রহমান খান। তাহসান ছাড়াও এখানে নাম উঠেছে এসডি রুবেল ও মমতাজ বেগমের।
অভিনেতা/ অভিনেত্রী ক্যাটাগরি
এ বছরও অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার তালিকায় নাম এসেছে অভিনেতা আনিসুল ইসলাম হিরু, ফরিদা আক্তার ববিতা ও শাকিব খান রানার।
সিনিয়র সিটিজেন ক্যাটাগরি
২০১৮-১৯ কর বর্ষে সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে নাম রয়েছে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর। এছাড়া এই তালিকায় নাম রয়েছে ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, অনিতা চৌধুরী, আলী হোসাইন আকবর আলী ও ডা. মোস্তাফিজুর রহমানের।গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরি
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে নাম রয়েছে লে. জে. (অব) আবু সালেহ মোহাম্মদ নাসিম, এসএম আব্দুল ওহাব ও আল মামুন সরকারের।
প্রতিবন্ধী ক্যাটাগরি
এই ক্যাটাগরিতে নাম রয়েছে সুকর্ণ ঘোষ, আকরাম মাহমুদ ও ড. মামুনুর রশিদের।
মহিলা ক্যাটাগরি
মহিলা ক্যাটাগরিতে নাম রয়েছে রুবাইয়াত ফারজানা হোসেন, লায়লা হোসেন, হোসনে আরা হোসেন, রত্না পাত্র ও বেগম মাহমুদা আলী শিকদারের।
তরুণ ক্যাটাগরি
এই ক্যাটাগরিতে নাম রয়েছে নাফিস সিকদার, গাজী গোলাম মুর্তজা, মো. মেহেদী হাসান, আবু রায়হান রুবেল ও জুলফিকার হোসেন মাসুদ রানার।
ব্যবসায়ী ক্যাটাগরি
ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতার তালিকায় নাম রয়েছে হাজী কাউছ মিয়ার নাম। এছাড়াও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, কামরুল আশরাফ খান, মোহাম্মদ কামাল ও আসলাম সেরনিয়াবাতের নাম রয়েছে।
বেতনভোগী ক্যাটাগরি
বেতনভোগী ক্যাটাগরিতে নাম রয়েছে মোহাম্মদ ইউসুফ, খাজা তাজমহল, এমএ হায়দার হোসেন, আবদুল মুক্তাদির ও ফরিদুর রেজা সাগরের।
ডাক্তার ক্যাটাগরি
ডাক্তার ক্যাটাগরিতে নাম রয়েছে প্রফেসর ডা. একেএম ফজলুল হক, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. এনএএম মোমেনুজ্জামান, ডা. নার্গিস ফাতেমা ও ডা. শামসুল আরেফিনের।
সাংবাদিক ক্যাটাগরি
সাংবাদিক ক্যাটাগরিতে নাম রয়েছে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আইএর শাইখ সিরাজ ও সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুলের।
আইনজীবী ক্যাটাগরি
সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, ব্যারিস্টার নিহাদ কবির, আবু মোহাম্মদ আমিন উদ্দিন ও ব্যারিস্টার রফিক-উল-হকের নাম রয়েছে এই ক্যাটাগরিতে।
প্রকৌশলী ক্যাটাগরি
প্রকৌশলী ক্যাটাগরিতে নাম রয়েছে ইঞ্জিনিয়ার রেজাউল করিম, শাহ মোহাম্মদ হান্নান ও ইঞ্জিনিয়ার এস এম আবু সুফিয়ানের।
স্থপতি ক্যাটাগরিমোহাম্মদ ফয়েজ উল্লাহ, মো. রফিক আজম ও মো. গোলাম আজম সিজারের নাম রয়েছে স্থপতি ক্যাটাগরিতে।
অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরি
এখানে নাম রয়েছে মো. মোক্তার হোসেন, মো. মনজুরুল আলম ও মোহাম্মদ ফারুকের।
নতুন ক্যাটাগরি
মো. মতিউর রহমান, সৈয়দা জমিলা বেগম, মিরাজুল ইসলাম, হোসনে নজহাত, নারগিস আক্তার, রেজুয়ান কবির, সোনিয়া সারহা পিংকির নাম রয়েছে এই ক্যাটাগরিতে।
অন্যান্য
অন্যান্য ক্যাটাগরিতে শওকত আলী চৌধুরী, আকতার মতিন চৌধুরী ও নজরুল ইসলাম মজুমদারের নাম রয়েছে।
এছাড়া ৫৭ কোম্পানির মধ্যে সেরা করদাতার তালিকায় নাম রয়েছে ইসলামী ব্যাংকের।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।