সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে সন্ত্রাসীদের হামলায় কৌশিক প্রামানিক মিঠু (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর মতিহার থানাধিন ধরমপুর আমজাদের মোড় এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কৌশিক প্রামানিক মিঠু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবুর বড় ভাই। নিহত কৌশিক প্রামানিক অলিম্পিক কোম্পানীর রাজশাহীর ব্যবস্থাপক ছিলেন। এই কোম্পানীরই এক কর্মচারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ হামলায় কোম্পানীর গাড়িচালক রাহুল নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাকেও রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাহুল জানান, গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর সাগরপাড়া এলাকায় কোম্পানীর গুদামে সজিবুল নামে এক কর্মচারী তাকে মারধর করছিল। কোম্পানীর ব্যবস্থাপক কৌশিক প্রামানিক তখন তাকে রক্ষা করেন। এ কারণে ব্যবস্থাপকের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠে সজিবুল। তবে গুদামের ওই ঘটনার পর গাড়িতে ব্যবস্থাপককে সঙ্গে নিয়েই তিনি আবার বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরীর ধরমপুর আমজাদের মোড় এলাকায় সজিবুলের নেতৃত্বে ৭-৮ জনের একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এ সময় তাদের বেধড়ক পেটানো হয়। এতে তারা দুজনই আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করেন। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। রাহুল আরও জানান, মারপিটের শিকার হয়ে তারা দুজনেই অভিযোগ করতে নগরীর মতিহার থানায় যান। এরপরই ব্যবস্থাপক কৌশিক প্রামানিকের শারীরিক অবস্থর অবনতি ঘটে। তিনি পড়ে যান। তখন তাদের দুজনকেই রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কৌশিককে মৃত ঘোষণা করেন। নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, নিহত কৌশিক প্রামানিকের মরদেহ রামেকের (ফরেনসিক বিভাগ) মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।