১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

শ্রমিকদের কন্যাদায়, মৃত ও শিক্ষাভাতা প্রদান

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি : রাজশাহী জেলা মােটর শ্রমিক ইউনিয়নের মৃত, কন্যাদায়, শিক্ষাভাতার অর্থ অনুদান প্রদান ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় । আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিরইল এলাকার শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বাস টার্মিনাল চত্বরে এ আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোররেশনের মেয়র ও রাজশাহী জেলা মােটর শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা  এ.এইচ.এম খায়রুজ্জামনা লিটন । রাসিকের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল আযীম, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক শামীমা সুলতানা বারী, দেশ কোল্ডস্টোরেজ প্রা. লি. এর চেয়ারম্যান বজলুর রহমান রতন, প্রধান অতিথি ১৮ জন মৃত শ্রমিক, ৩৮ জন কন্যাদায় গ্রস্থ পিতা ও ছেলেদের উচ্চ শিক্ষার জন্য শিক্ষাভাতা ২৯ জন শ্রমিকদের মাঝে মােট ২৮ হাজার ৪৫ টাকা ইউনিয়নের তহবিল হইতে অর্থ প্রদান করা হয় ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ