সর্বশেষ সংবাদ
রাবি প্রতিনিধি: শিশু হত্যা চেষ্টার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক সৈয়দ আবু আব্দুল্লাহ্ মুর্তুজার বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট শাহ মুখদম থানা আমলি আদালত দণ্ড বিধির ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় আসামির বিরুদ্ধে এ সমন জারি করেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ ডিসেম্বর দুপুর আড়াইটায় রাজশাহী মহানগরীর শাহ মুখদম থানার ডাঙ্গিপাড়া এলাকায় প্রতিবেশি সিরাজুল ইসলামের ৫ বছরের ভাতিজা আদনান অধ্যাপক সৈয়দ আবু আবদুল্লাহ মুর্তুজার বসত বাড়ির কলিং বেল বাজালে মুর্তুজা বাড়ির ভেতর থেকে ক্ষিপ্ত হয়ে বাইরে বের হয়ে আসেন। এরপর পূর্বশত্রুতার জের ধরে শিশু আদনানের বাম কানের উপর সজোরে থাপ্পড় মারেন।
এতে গুরুতর আহত হয়ে আদনান রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু আদনানকে আক্রমণকারির কাছ থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বিষয়টি শাহ মুখদম থানাকে অবহিত করা হলে থানা কর্তৃপক্ষ আসামির বিরুদ্ধে মামলা নেয় নি।
এ অবস্থায় শিশু আদনানের চাচা সিরাজুল ইসলাম আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে আগামী ২৬ জানুয়ারি আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন রাজশাহীর বিশিষ্ট আইনজীবী মুন্না সাহাসহ ১৫ জন আইনজীবী।
অভিযোগ অস্বীকার করে অধ্যাপক সৈয়দ আবু আব্দুল্লাহ্ মুর্তুজা বলেন, কলিংবেল বাজার কারণে শিশুটিকে ধমক দেয়া হয়েছিল। মারধরের ঘটনা সঠিক না। একটি মহল আমার মানসম্মান ক্ষুণ্ন করার জন্য এমনটি করছে। আমি নির্দোষ এটা আদালতে প্রমাণ করব।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।