১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাবিতে শিক্ষার্থীদের ফেল হওয়ার ঘটনা তদন্তে কমিটি

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ইচ্ছাপূর্বক ফেল করিয়ে দেওয়ার অভিযোগ ওঠায় ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আলী আসগরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এর সভাপতিত্বে ৪৯৬ তম সিন্ডিকেট সভায় তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। প্রশাসন সূত্র জানায়, কমিটিতে আহবায়ক করা হয়েছে বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আকতার ফারুককে। সদস্য হিসেবে আছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. হাবিবুর রহমান এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম বকসি।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ