১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

জামি রহমান ও লিটন মহিউদ্দিন রাজশাহী থেকে: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের পদ্মানদী থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশী জেলেকে অবশেষে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে তাদের ফেরত দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিপরীতে পদ্মা নদীর নির্মলচর সীমান্ত থেকে দুই জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। এ দুই জেলে হলেন- গোদাগাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের আবদুর রহিম (৫৬) এবং ওমর আলী (৩২)।
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে বৃহস্পতিবারই তারা পতাকা বৈঠকের মাধ্যমে জেলেদের ফেরত দেয়ার জন্য বিএসএফকে অনুরোধ করেন। প্রথমে সাড়া না দিলেও পরে বিজিবির আহ্বানে সাড়া দিয়ে বিএসএফ পতাকা বৈঠকে সম্মত হয়। এরপর শুক্রবার বিকেলে নির্মলচর সীমান্তেই বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যায় জেলেদের ফেরত দেয়া হয় বলেও জানান ১ বিজিবির এই শীর্ষ কর্মকর্তা।
প্রসঙ্গত, গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর নির্মলচরের নিচ হতে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে আব্দুর রহিম ও ওমর আলী নামের দুই জেলেকে ধরে নিয়ে যায় ভারতের টিকনা চর ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ