সর্বশেষ সংবাদ
জামি রহমান, নিজস্ব প্রতিনিধি : রাজশাহী মেট্রোপলিটন ডিগ্রি কলেজের লাইব্রেরীয়ান মোঃ আবুল মাহফুজ মাজদার আহম্মেদ (৫০)কে প্রতারনা মামলায় আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার দুপুরে নগরীর উপ-শহর নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করে মহানগর সিআইডি। পরে ওই দিনই বিকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
আটককৃত মোঃ আবুল মাহফুজ মাজদার আহম্মেদ নগরীর বোয়ালিয়া থানাধিন উপ-শহর এলাকার মৃত আওরঙ্গজেবের ছেলে।
ভুক্তভোগী মোঃ আলমগীর হোসেনের দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানা যায়, গত ইং (২৬ এপ্রিল ২০১৮) সকাল সাড়ে ৮টার সময় ইনষ্টিটিউট ফর লাইব্রেরী এন্ড ইনফরমেশন স্টাডিজ (ইলিশ) এর ৪ খন্ডের ১০০ সেট বই ক্রয়ের জন্য মোঃ আবুল মাহফুজ মাজদার আহম্মেদকে ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। কিন্তু তিনি টাকা তুলে বই ক্রয় না করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেন।
এ বিষয়ে তার সাথে বারবার ইলিশ প্রতিষ্ঠাটির প্রভাষক মোঃ আলমগীর হোসেন যোগাযোগ করলে বিভিন্ন রকম তালবাহানা করেন আবুল মাহফুজ মাজদার। এক পর্যায়ে প্রভাষক আলমগীর হোসেনকে হত্যার হুমকি দেয়। এবং পাল্টা ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। নইলে লোকজন পাঠিয়ে প্রতিষ্ঠান ভাংচুর ও বন্ধ করাসহ প্রতিষ্ঠানের সভাপতিকে গুলি করে হত্যা করার হুমকি প্রদান করেন প্রতারক মোঃ আবুল মাহফুজ মাজদার আহম্মদ।
পরে কোন উপায় না দেখে গত (২ ডিসেম্বর ২০১৯) তারিখে প্রতারনা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে প্রভাষক আলমগীর হোসেন বাদি হয়ে বোয়ালিয়া থানায় ৪০৬/৪২০/৩৮৫ ও ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় গত বুধবার (২৫ ডিসেম্বর) তাকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে সিআইডি।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।