১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী নগরীতে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি: রাজশাহী নগরীতে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহ্ জামাল (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ (ডিবি)।
রোববার দিবাগত রাত সোয়া ৮টার দিকে তাকে শাহমখদুম থানাধীন সিটি হাটের সামনে থেকে গ্রেফতার করে গোয়েন্দা শাখা এসআই সুবাস চন্দ্র বর্মন ও তার সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত শাহ্ জামাল গোদাগাড়ী থানাধীন কান্দিপুর গ্রামের মৃত হাদিসুর রহমানের ছেলে।
গোয়েন্দা শাখা এসআই সুবাস চন্দ্র বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে শাহমখদুম থানাধীন সিটি হাটের সামনে থেকে তাকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ শাহ্ জামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ