১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী নগরীতে ট্রেনের ধাক্কায় রাবি কর্মচারী নিহত

জামি রহমান,নিজস্ব প্রতিনিধি: রাজশাহী নগরীতে ট্রেনের ধাক্কায় অনুরাগ ওরফে সোহাগ( ৩৪) নামের একজন রাবি কর্মচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধা ৭ টার দিকে নগরীর বুধপাড়া গণির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় সুইপার কলোনী এলাকার মৃত রঞ্জিতের ছেলে ও রাবি পরিবহন শাখায় ক্লিনার পদে কর্মরত ছিলেন।
এ বিষয়ে মতিহার থানার এস আই মোমিন বলেন, আজ সন্ধা ৭ টার দিকে সোহাগ রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লাগে।
এবং লাইনের ধারে ছিটকিয়ে পড়েগিয়ে ঘটনা স্থলে মৃত্যুবরন করে। জিআরপি থানায় খবর দেয়া হয়েছে তারা আসলে লাশ ময়না তদন্তর জন্য হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ