১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী নগরীতে জালিয়াতির মাধ্যমে বিয়ে পড়ানোর অভিযোগ কাজী নুরুলের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ টি ওয়ার্ডে জালিয়াতির মাধ্যমে কাজী সেজে ২২ বছর বিবাহ পড়ালেন কাজী নুরুল আলম।
তার বাবার নাম কাজী রফিকুর রহমান, সে চাপাইনবাবগঞ্জ হুজরাপুরের বাসিন্দা। দীর্ঘ এ সময়ে তিনি ২ হাজারেরও বেশি বিয়ে অবৈধভাবে রেজিস্ট্রি করেছেন।
পবা ২ নং হুজুরী পাড়া ইউনিয়নের কাজী মো. ইনসান আলী সাম্প্রতিক গত ১০ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখে রাজশাহী জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, রাসিক মেয়র,ও মহানগর গয়েন্দা শাখা (ডিবি) এর উপ-পুলিশ কমিশনারের কাছে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ টি ওয়ার্ডে ভুয়া ঠিকানায় বিভিন্ন ব্যাক্তির নামে নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স দেখিয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে আসছেন নুরুল আলম।
নিয়ম বহির্ভূতভাবে রাজশাহী বোয়ালিয়া থানাধীন শালবাগান কাচা বাজারের পশ্চিম সাইডে কাজী অফিস খুলিয়া রাসিকের ১৩,১৫,১৬,১৭,১৮,১৯ ও ২৬ নং ওয়ার্ডে বিবাহ ও তালাকের নামে অব্যাহতভাবে, সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন যাহা আইনপরিপন্থি।
এছাড়া অত্র ওয়ার্ড গুলিতে সহকারি কাজী নিয়োগ দিয়ে কমিশন বানিজ্য করছেন বলে অভিযোগ রয়েছে কাজী নুরুল আলমের বিরুদ্ধে।
শুধু তাই নয় কাজী ইনসান আলীর অভিযোগের ৬ দিন পর ইনসান আলীরই স্বাক্ষর জাল করে রাজশাহী জেলা কাজী কল্যাণ সমিতির সভাপতি কাজী আব্দুল জাব্বারের বিরুদ্ধে রাসিক মেয়র বরাবর অভিযোগ করছেন নুরুল আলম।এ ঘটনায় ইনসাল আলী তার স্বাক্ষর জালিয়াতি করে অভিযোগ করায়, নগরীর কর্ণহার থানায় গত ২০ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখে কাজী নুরুল আলমের বিরুদ্ধে সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর ৭৩৭।
এছাড়া একই তারিখে নেটারী পাবলিকের মাধ্যমে রাজশাহী বিজ্ঞ আদালতে একটি এফিডেভিট করেছেন ইনসান আলী। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত নুরুল আলম বলেন, আমি এখন সাংবাদিক এ বলে পাল্টা প্রশ্ন করেন প্রতিবেদক কে!

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ