১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী জেলা আ.লীগের সম্মেলন উপলক্ষে কার্যনির্বাহী কমিটির সভা

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর লক্ষীপুর মোড়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, এমপি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ মেরাজ উদ্দীন মোল্লা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জিন্নাতুন নেসা তালুকদার, সহ-সভাপতি সাবেক সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহানসহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ