১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীর গোদাগাড়ীতে সিসিবিভিও,র উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে সিসিবিভিও র উদ্যোগে ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস পালিত হয়েছে । ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী” এর আওতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটপৌর এলাকায়, রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃত্বে, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের অংশগ্রহণে মহান বিজয় দিবস পালিত হয়েছে। রাজশাহী জেলার কাকনহাট পৌরসভা শহীদ মিনার চত্বরে অভিমুখী র‌্যালীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। র‌্যালী টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সদস্যবৃন্দ ও সিসিবিভিও কর্মীবৃন্দ মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মত্যাগের মহিমাকে স্মরণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট সিসিবিভিও শাখা কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধির সরেন।
মহান বিজয় দিবস উদযাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন সিসিবিভিওর উর্দ্ধতন হিসাবরক্ষক এ.এইচ.এম তারিক, উর্দ্ধতন মাঠ কর্মকর্তা ও শাখা কার্যালয়ের ইনচার্জ নিরাবুল ইসলাম, পরিবীক্ষণ ও তথ্য প্রযুক্তি কর্মকর্তা শাহাবুদ্দিন। দিবসটি উদযাপনের কার্যক্রম পরিচালনা করেন সিসিবিভিও’র মাঠ কর্মকর্তা পৌল টুডু, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ