সর্বশেষ সংবাদ
জামি রহমান,নিজস্ব প্রতিনিধি : নতুন সড়ক পরিবহণ আইন প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে একদিন বাস বন্ধ রাখার পর আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে আবারও রাস্তায় গাড়ি নামিয়েছে শ্রমিকরা। এদিন সকাল থেকে রাজশাহী নগরীর টার্মিনালগুলো থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে এখনও কিছু কিছু পরিবহণ তাদের বাস বন্ধ রেখেছেন।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা গতকালের (সোমবার) ধর্মঘটেও সমর্থন করিনি। শ্রমিকদের বলা হয়েছে কাগজপত্র কাছে রেখে গাড়ি চালাতে। আজ (মঙ্গলবার) তারা রাস্তায় বাস নামিয়েছে, সব রুটে বাস চলছে। তবে যাদের কাগজপত্র ও গাড়ির ফিটনেস ঠিক নেই, তারা জরিমানার ভয়ে রাস্তায় গাড়ি নামায় নি। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।’
মঙ্গলবার সকালে নগরীর শিরোইল বাস টার্মিনালে সরেজমিন গিয়ে দেখা যায়, রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে বাস যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। যথাসময়ে ঢাকাসহ সব রুটে বাস চলাচল করছে। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় ভোগান্তি কমায় খুশি যাত্রীরা। তবে চালক ও শ্রমিকদের মাঝে নতুন আইন অনুযায়ী জরিমানা ভীতি বিরাজ করছে।
রাজশাহী থেকে সাতক্ষীরাগামী জনি পরিবহনের চালক সিরাজুল ইসলাম বলেন, ‘আমার নিজের কাগজপত্র সব ঠিক আছে, গাড়ি চালাতে আমার কোনো সমস্যা নেই। কালও (সোমবার) আমি গাড়ি চালিয়েছি। তবে দুপুরে রাজশাহী এসে গাড়ি আর ছাড়তে দেয় নি। আমার মনে হয়- যাদের কাগজ নেই, দ্রুত করে নেয়া উচিত। কারণ আইন যেহেতু পাশ হয়ে গেছে, এখন মানতেই হবে।’
তবে রাজশাহী থেকে নওগাঁগামী আকিব পরিবহণের চালক হামিদুল বলেন, ‘আইনটা বড্ড কড়া হয়ে গেছে। চালকরাও তো মানুষ, ভুল-ত্রুটি হতে পারে। আর দুর্ঘটনা তো দুর্ঘটনায়। কোনো চালক ইচ্ছে করে দুর্ঘটনা ঘটায় না। তাই চালকদের বিষয়টি বিবেচনা করে আইনটা আরেকটু শিথিল করলে ভালো হয়। আমরা আশা করছি- শ্রমিক নেতারা সরকারের মন্ত্রীদের সঙ্গে বসে একটা সমাধান করবেন।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।