১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে এমপি বাদশার বাধায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে

স্টাফ রিপোর্টার:  রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বাধার মুখে অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ করা হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে নগরীর শাহ্ মখ্দুম ও চন্দ্রিমা থানাধীন সরকারী গাংপাড়া খালের উপরের স্থাপনা উচ্ছেদ অভিযানে যায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ সময় এমপি বাদশার বাঁধার মুখে এ উচ্ছেদ কর্মসূচি বন্ধ হয়।তবে এমপি’র বাধার মুখেও অভিবযান বন্ধ হয়নি উচ্ছেদ অভিযান অব্যহত রয়েছে। বসতির বাসিন্দাদের কান্না-কাটি উপেক্ষা করেই চলছে উচ্ছেদ অভিযান। জানা গেছে, নগরীর গাংপাড়া এলাকায় স্বাধীনতার পর থেকে প্রায় ৪’শ ৫’শ পরিবারের গরিব ও অসহায় মানুষ বসবাস করে আসছেন। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেখানে পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তিনি বলেন, সাংসদ বাদশা ও তার লোকজন রয়েছে। তারা বাঁধা দিচ্ছে। তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। এছাড়া আমাদের নির্দেশ রয়েছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ