১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে আ’লীগের সম্মেলনের তোরণে দুর্বৃত্তের আগুন. মাদারল্যান্ড নিউজ

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের সম্মেলনে ২ টি তোরণে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
প্রসঙ্গত রোববার সকাল ১০টায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হবে। রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ