১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য আটক

রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার র‍্যাব-৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. রাশেদুল হাসান রাব্বি নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

রাব্বিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে ২০১৮ সাল থেকে প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে বিকাশের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করে আসছে। তার বিরুদ্ধে একই অভিযোগে সবুজবাগ ও তেজগাঁও থানার ২টি মামলা বিচারাধীন। এ সময় তার কাছ থেকে অসংখ্য ফেসবুক আইডি, ২টি মোবাইল ও ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা দায়ের করেছে র‍্যাব। 

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ