১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ময়নায় আওয়ামী লীগের ভরসা। মাদারল‍্যান্ড নিউজ

প্রকাশিত: মাহবুব আলম জুয়েল(সম্পাদক)

আলিফ হোসেন, তানোর :রাজশাহীর তানোর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হতে মতাসীন আওয়ামী লীগ এবার উপজেলা যুবলীগের সভাপতি, কলমা ইউপি চেয়ারম্যান, কর্মী-জনবান্ধব, আদর্শিক-তরুণ-মেধাবী ও পরিতি নেতৃত্ব লুৎফর হায়দার রশিদ ময়নার উপরেই আস্থা ও ভরসা রেখে তার দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন। তানোরে রাজনীতির রিমোর্ট রয়েছে যুবলীগের হাতে এখানে যুবলীগ ব্যতিত আওয়ামী লীগের পে কোনো নির্বাচনী বৈতরণী পার হওয়া প্রায় অসম্ভব। আর যুবলীগ থেকে প্রার্থী দেয়া না হলে যুবলীগ নির্বাচনের মাঠে দায়িত্বশীল কোনো ভুমিকা রাখবে না এটাও নিশ্চিত তাহলে আওয়ামী লীগ বিজয়ী হবে কি ভাবে এমন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত এই রাজনৈতিক সমিকরণ মাথায় রেখেই হাইকমান্ড ময়নার নাম প্রস্তাব বা প্রার্থীতা নিশ্চিত করে তাকে নির্বাচনের প্র¯ত্ততি নেয়ার নির্দেশ দিয়েছেন। স¤প্রতি দলের হাইকমান্ড ও নীতিনির্ধাক মহল থেকেও ময়নাকে সেই ঈঙ্গিত দেয়া হয়েছে। প্রথম দফায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সাম্ভব্য প্রার্থীর যেই তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় প্রথমেই রয়েছে তানোরে ময়নার নাম বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অথচ আওয়ামী লীগের একশ্রেণীর মতলব-স্বার্থবাজ, জনবিচ্ছিন্ন ও বির্তকিত নাপিত নির্ভর বগী নেতা কোনো ভাবেই দলীয় মনোনয়ন পাবেন না এমনকি তৃণমূল তাদের কোনো পরিস্থিতিইে মেনে নিবেন না দলীয় মনোনয়ন পেতে যে জনসমর্থন-জনপ্রিয়তা ও কর্মীবাহিনী প্রয়োজন সেটাও তাদের নাই এটা নিশ্চিত হবার পরেও মনোনয়নের বগী আওয়াজ দিয়ে আওয়ামী লীগের অত্যন্ত সম্ভবনাময় গোছানো ভোটের মাঠ নস্ট ও তৃণমূলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা অবৈধ সুবিধা লাভের মতলবে নির্বাচনের মাঠে বিভিন্ন বগী আওয়াজ দিলেও এই জনপদের সাধারণ মানুষের মধ্যে আদর্শিক নেতৃত্ব হিসেবে ময়নার এখানো আকাশচুম্বি জনপ্রিয়তা রয়েছে। অপরদিকে এসব জনবিচ্ছিন্ন বগী নেতা তৃণমূলে যাদের কোনো স্থান নেই তারা নিজেদের জনপ্রিয় নেতা হিসেবে জাহির করতে এলাকার জামায়াত-বিএনপি মতাদর্শী পরিবারের কিছু টাউট-বাটপারদের মুঠোফোন কিনে দিয়েছে, আর এসব টাউট-বাটপাররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনবিচ্ছিন্ন বির্তকিতদের নামে ফ্যান ফেজ খুলে মুঠোফোনে প্রচার বরছে এরা বগী-জনবিচ্ছিন্ন নয় জনপ্রিয় নেতা। তবে বগী নেতাদের এসব অপকৌশল সাধারণ মানুষের কাছে ধরা পড়ায় তা হিতে বিপরীত ‘বুমেরাং’ ও চেহারায় ফুঁটে উঠেছে হতাশার ছাপ।
তৃণমূলের ভাষ্য, অতীতে উপজেলা পরিষদ নির্বাচনে কেউ কেউ কালো টাকার মোহে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর সঙ্গে তথা আওয়ামী লীগের সরঙ্গ বেঈমানি করে বিদ্রোহী প্রার্থী ও আওয়ামী লীগবিরোধী প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে সহায়তা করেছে তাদেরকে তৃণমূণ কোনো অবস্থাতেই মেনে নিবেন না। অথচ ময়না নেতা, নেতৃত্ব ও দলের সঙ্গে কখানো বেঈমানি করেননি কোনো লোভ-লালসায় তাকে বিচ্যুত করতে পারেনি এখানো নৌকার ছায়াতলে থেকে আদর্শিক নেতা হিসেবে তৃণমূলকে সঠিক নেতৃত্ব দিয়ে চলেছেন। ফলে আওয়ামী লীগের ভোট ব্যাংক ও ময়নার অনুগত বিশাল কর্মী বাহিনীকে কাজে লাগাতে পারলে ময়নার বিজয় নিশ্চিত। এব্যাপারে তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম বলেন, উপজেলা নির্বাচনে লুৎফর হায়দার রশিদ ময়না আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন এটা নিশ্চিত এনিয়ে কারো কোনো শংসয়ের অবকাশ নাই উপজেলা নির্বাচনে বিজয় অর্জন করতে ময়নার কোনো বিকল্প নাই। তিনি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং কর্মী-সমর্থকদের ময়নার জন্য ভোট করার জন্য তৈরী হতে বলেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ