১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

মান্দার গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজে নবান্ন উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত!

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় নওগাঁর মান্দায় গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজে নবান্ন উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে নবান্ন উৎসব উপলক্ষে স্কুল মাঠে এ নবান্ন উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়।

নবান্ন উৎসব ও পিঠা মেলায় অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তাদের একদিনের জন্য তৈরী করা অস্থায়ী স্টলে নিজেদের তৈরি বিভিন্ন রকমের দেশীয় পিঠা বিক্রয় এবং প্রর্দশন করেন।

হৈমন্তি পিঠা উৎসবে স্টলের নাম দেয়া হয় দুষ্ট জুনিয়রদের মিষ্টি পিঠা,সুপার স্টার টেন,নাইন ফ্রেন্ডস স্টল, লাভ পিঠার ভান্ডার ইত্যাদি।

দেশীয় পিঠার মধ্যে ভাপা পিঠা, পুলি পিঠা, জামাই পিঠা, শাপলা পিঠা, লাভ পিঠা, গোলাপ পিঠা,পাটিশাপটা পিঠা, তেল পিঠা, ললিতা পিঠা, সেতু পিঠা উল্লেখযোগ্য।

অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা বিভিন্ন স্টল পরিদর্শন করে পিঠা ক্রয় করেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ৪ বছর যাবৎ এই পিঠা উৎসব পালন করা হয়ে থাকে।#

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ