১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

মান্দার গনেশপুর ইউ’পি অা’লীগের উদ্যোগে বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। মাদারল্যান্ড নিউজ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় সতীহাট বাজারের শহীদ মিনার মার্কেট প্রাঙ্গনে বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫ নং গনেশপুর ইউনিয়ন অাওয়ামীলীগ এর উদ্যোগে সোমবার বিকেলে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় গনেশপুর ইউনিয়ন অা’লীগের সভাপতি ও চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডলের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাঠ মন্ত্রনালয়ের মন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামানিক (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা অা’লীগের সভাপতি অালহাজ্ব মোল্লা মো: এমদাদুল হক, সাধারন সম্পাদক স.ম জসিম উদ্দিন, যুবলীগ সভাপতি এ্যাড: নাহিদ মোর্শেদ বাবু,গনেশপুর ইউ’পির সাবেক চেয়ারম্যান অালহাজ্ব অাব্দুস সাত্তার, মৈনম ইউ’পি চেয়ারম্যান ইয়াসিন অালী রাজা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গনেশপুর ইউ’পি যুবলীগ সাধারন ফারুক হোসেন মোল্লা, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন,ছাত্রলীগ নেতা বুলেট, অা’লীগ নেতা সুলতান মাহমুদ রায়হান, মকলেছার রহমান মকে, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের রামচরণ,মহিলা নেত্রী অারফানা অাহমেদ ফেন্সি প্রমূখ।

উল্লেখ্য, উক্ত নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে মন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রাং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অাবারো নৌকা প্রতীকে ভোট প্রার্থনাকরে মান্দার সার্বিক উন্নয়নসহ অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।#

17/12/2018

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ