১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

মাদকাসক্ত কথিত সাংবাদিক পারভেজের একি কান্ড।

নিজেস্ব প্রতিবেদকঃ

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভুয়া স্বাক্ষর ও সিল জাল করে ধরা পড়েছে কথিত সাংবাদিক পারভেজ। পরে থানার ওসি ও দারোগার পিটানি খেয়ে ও পা জড়িয়ে ধরে মুচলেকা দিয়ে মাফ পাই সে। তবে এ ঘটনায় পুলিশ প্রশাসন সহ তানোর জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সকলেই কথিত মাদকসেবী সাংবাদিক পারভেজ এর কঠোর শাস্তির পাশাপাশি তার ইন্ধনদাতাদের (চিহ্নিত বিশ্বচিট ও বাটপার) গ্রেপ্তার দাবী করছে সচেতন সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ, এই সাংবাদিক নামধারী পারভেজ মাকে মারার অপরাধে মাসখানেক জেলও খাটেন। সে উপজেলা ছাত্রদলের সা. সাংগঠনিক সম্পাদক ছিলেন। পারভেজ এর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, ইভটিজিংসহ মারামারির অসংখ্য অভিযোগ রয়েছে। তাই তার কঠোর শাস্তি ও দ্রুত গ্রেপ্তার দাবী করছে তানোরবাসী।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ