সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড নিউজ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির সময় বিএনপিপন্থী আইনজীবীদের সেলফি তোলা নিয়ে শুরু হয়েছে নতুন সমালোচনা। বেগম জিয়ার জামিন আবেদন খারিজ হওয়া সত্ত্বেও দলীয় আইনজীবীদের সেলফিবাজিতে অসন্তুষ্ট হয়েছেন বিএনপির নীতি-নির্ধারকরা।
জানা গেছে, বেগম জিয়ার জামিন আবেদনের মতো গুরুতর ইস্যুতেও আদালত প্রাঙ্গণে বিএনপির নেতা-কর্মীদের বালখিল্যতা দলের ভাবমূর্তিকে চরম ক্ষতিগ্রস্ত করেছে বলেও অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির একাধিক সিনিয়র নেতা।
বিভিন্ন তথ্যসূত্রের বরাতে জানা গেছে, ১২ ডিসেম্বর বেগম জিয়ার জামিন আবেদনের দিন ধার্য করেছিলেন আদালত। আপিল বিভাগের সনদধারী ছাড়া কাউকে ঢুকতে দেয়া হয়নি এজলাস কক্ষে। ফলে আদালতে ঢুকতে না পেরে আপিল বিভাগের সামনে বিএনপির জুনিয়র আইনজীবীরা অপেক্ষা করছিলেন। আদালতে ঢুকতে না পেরে সময় পার করার অংশ হিসেবে আইনজীবীদের মধ্যে কেউ কেউ একে অপরের ছবি তুলে দিচ্ছিলেন, অনেকে সেলফিও তুলছিলেন। দলীয় নেত্রীর ভাগ্য নির্ধারণের দিন বিএনপিপন্থী আইনজীবীদের সেলফি তোলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিব্রত বোধ করছেন খোদ বিএনপির সিনিয়র নেতারা।
বেগম জিয়ার জামিন আবেদন নিয়ে দলীয় আইনজীবীদের সেলফিবাজি নিয়ে সৃষ্ট সমালোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, দেখুন- হাতের পাঁচ আঙুল সমান না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে বিভিন্ন মন-মানসিকতার নেতা-কর্মী রয়েছেন। দলের অনেক নেতা-কর্মী হয়তো বেগম জিয়ার জামিন আবেদনের গুরুত্ব বুঝেই উঠতে পারেননি। সত্যি বলতে, দলের অভ্যন্তরীণ অনেক হাইব্রিড নেতার উৎপাতে চরম বিরক্ত বিএনপির হাইকমান্ড।
তিনি আরো বলেন, আদালত প্রাঙ্গণে সেলফিবাজি করে বিএনপিপন্থী আইনজীবীরা যা করলেন তা সত্যি বিব্রতকর। আপিল খারিজ হলেও বিএনপির অনেক নেতা-কর্মী কোনো প্রতিক্রিয়াই দেখাননি। সত্যি বলতে- রাজনীতিকে অনেকে ফান হিসেবে নিয়েছেন। যার কারণে বেগম জিয়ার জামিন ইস্যুতেও আমাদের আইনজীবীরা হাস্যরস করছেন। বিষয়টি দুঃখজনক ও নিন্দনীয়।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।