সর্বশেষ সংবাদ
চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী শাবানা। দীর্ঘ সময় চলচ্চিত্র থেকে বিদায় নিয়ে থাকছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি দেশে এসেছিলেন তিনি। দেশে এলে চলচ্চিত্রের পুরনো মানুষজনের সঙ্গে দেখা ও কথা হয় তার। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বলেন, আমাদের সময়ে ১২শ’ সিনেমা হল ছিল। এখন সেটা ১০০-তে নেমে এসেছে। কোথায় হল বাড়বে, সেটা না হয়ে আরো কমছে। বিষয়টি শুনে খারাপ লাগে। তবে মাল্টিপ্লেক্স কালচার চালু হয়েছে। দেশের প্রতিটি জেলায় মাল্টিপ্লেক্স হলে সিনেমা ব্যবসা ঘুরে দাঁড়াবে হয়তো। আর শিল্পীদের কাজের ক্ষেত্রে সিনসিয়ার থাকতে হবে। বর্তমানে সিনেমা দেখা হয় কি-না জানতে চাইলে তিনি জবাবে বলেন, অনেক দিন হলো ছবি দেখা হয় না। তবে দেশে এলে সিনেমার পুরনো মানুষজনের সঙ্গে দেখা হলে সিনেমার বর্তমান অবস্থা নিয়ে কথা হয়। এখন শাকিব খান ভালো কাজ করছে, শুনছি। ও একাই দেশের ছবির হাল ধরে আছে। শাকিব আমার বাসায় এসেছিল। কিন্তু সে একা আর কতটা কী করবে? আগে রিয়াজ, ফেরদৌসও ভালো কাজ করতো। এখন তারাও কম কাজ করছে। এখন সিনেমায় প্রযোজকের লগ্নি করা টাকা উঠে আসছে না। তিনি সিনেমা নিয়ে আরো বলেন, আগে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল সিনেমা হল। হলে গিয়ে ছবি দেখতো মানুষ। এখন এত মাধ্যম এসেছে যে, মানুষ হলে যেতে চায় না। তাদের হলে ফেরাতে দরকার নিত্যনতুন কনটেন্ট। আর এটার জন্য প্রথম স্টেপ হতে হবে একজন ভালো পরিচালক। এর সঙ্গে গল্প। পরিচালক ভালো হলে ছবি এমনিতেই ভালো হয়। শিক্ষিত মেধাবী পরিচালক গল্প নির্বাচনেও সচেতন থাকেন। শিল্পীরা কাদার মতো। পরিচালক যেভাবে গড়বেন শিল্পী সেভাবেই স্ক্রিনে নিজেকে মেলে ধরতে পারে। ভালো ভালো জিনিস বাজার থেকে আনা হলো, কিন্তু রান্নার মানুষ যদি রান্নাটা ভালো করতে না পারে তাহলে সেটা তো খেতেও মজা লাগবে না। ঠিক একজন পরিচালকও তেমনি। শাবানার স্বামী ওয়াহিদ সাদিক। যিনি নামকরা প্রযোজক, এসএস প্রোডাকশন (শাবানা সাদিক)-এর কর্ণধার। তিনিও শাবানাসহ দেশে এসেছিলেন। গতকাল তিনি জানান, আজ সন্ধ্যার পর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন তারা।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।