১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

বিতর্কিত ব্যক্তিকে বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: কোনো যুদ্ধাপরাধী বা যুদ্ধের সময়ে বিতর্কিত ব্যক্তিকে যাতে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়টি জানান।
কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের প্রশাসনকে জানিয়ে দিয়েছি, তারা যেন এসব মানুষদের প্রতি নজর রাখে। একইসঙ্গে তারা যেন এ ধরনের কোনো অনুষ্ঠানে এসে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে পারেন। এ বিষয়ে আজ আমরা একমত হয়েছি।’

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ